SWBF-Chandpur

Inauguration of an International Social and Healthcare Organisation in Chandpur

Major General Jiban Kanai Das (Retd.) Giving Welcome Speech at Nazirpara, Chandpur

Holding a special consultative status, Sir William Beveridge Foundation has been working relentlessly to ensure the proper and culturally appropriate domiciliary “Social and Healthcare” services for the senior citizens for more than a decade. The Foundation has been rendering its operations in the capital mainly but now as a part of the expansion, a new branch of the Foundation got inaugurated in Chandpur on 18th February of 2021. A small inauguration ceremony was held in Nazirpara, Chandpur. At that ceremony, food aid was provided to 30 needy families of that area as a gift. Foundation is thankful to all the guests and volunteers for their contribution to make this event a success.

চাঁদপুরে স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশানের যাত্রার আনুষ্ঠানিক সূচনা

দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে জাতিসংঘ থেকে সনদপ্রাপ্ত স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশান সমাজের বয়োজোষ্ঠ তথা প্রবীণ ব্যাক্তিদের বাড়িতে গিয়ে বিভিন্ন রকমের স্বাস্থ্য ও সামাজিক সেবা প্রদান করে আসছে। এই সেবা মুলত রাজধানী ঢাকা কেন্দ্রিক পরিচালিত হয়ে আসছিলো কিন্তু মানবিক প্রয়োজনীয়তা এবং সামাজিক দায়বদ্ধতার থেকে ঢাকা শহরের বাইরে স্বাস্থ্য ও সামাজিক সেবাকে মানুষের কাছে পৌঁছে দেবার অংশ হিসেবে গত ১৮ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখ ফাউন্ডেশান ইলিশের দেশ চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করলো। এই উপলক্ষে চাঁদপুর শহরের নাজির পাড়ায় একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানটিতে ফাউন্ডেশানের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস ছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর স্কাউটসের সেক্রেটারি অজয় কুমার ভৌমিক, চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক মুনীর চৌধুরী, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাৎ, বঙ্গবন্ধু আবৃতি পরিষদের উপদেষ্টা ডা. পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেস ক্লাবের প্রাত্তন সভাপতি অধ্যাপক জালাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুনীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুন নবী ও তমাল ঘোষ সহ চাঁদপুরের অনেক গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান উপলক্ষে চাঁদপুরে ৩০ টি দুঃস্থ ও অভাবী পরিবারক্বে প্রায় ১ মাসের খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় চাঁদপুরের আন নাজির আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিয নাজিমুল হক, চাঁদপুরের বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবক মিসেস নাজমা রহমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা হারিস উদ্দিন, মাহাদী হাসান, কামাল হোসেন, ফরহাদ হোসেন এবং আবুল বাশার সহ অন্য সকল স্বেচ্ছাসেবকদের প্রতি ফাউন্ডেশান কৃতজ্ঞ।